ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় অটোচালকের মৃত্যু
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় এক অটোচালকের মৃত্যু হয়েছে। তার নাম মো. শামসুল মিয়া (৩৬)। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের ধরারাই গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে। 

বৃহষ্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ৭টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, গত মঙ্গলবার (১৬ মে) বিকেল ৫টায় বিশ্বনাথ পৌর শহরের হরিকলস রোডে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।

জানা যায়, পেশায় সিএনজি চালক শামসুল ঘটনার দিন মোটরসাইকেল যোগে বিশ্বনাথ পৌরশহরে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার মারা যান তিনি।

শামসুলের চাচাতো ভাই মো. মাছুম হোসাইন জানান, সড়ক দুর্ঘনায় মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সকালে ওসমানী হাসপাতালে মৃত্যু হয়েছে শামসুলের। ময়নাতদন্ত শেষে তার মরদেহ বাড়ি আনা হবে।

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পুলিশ পাঠিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর