ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাউন্সিলর আফতাবের সহযোগী সেই তুহিন গ্রেফতার
সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার দিকে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে আলোচনায় আসা সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, শুক্রবার দিবাগত মধ্যরাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর বাজার এলাকা থেকে তাকে আট করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তুহিন সিলেট সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফতাব হোসেন খানের অনুসারী। অতি সম্প্রতি আফতাবের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসার দিকে আগ্নেয়াস্ত্র উচিয়ে হুমকি দিয়ে ভাইরাল হন তুহিন। পরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সায়ীদ মো. আবদুল্লাহ গত শুক্রবার সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দেন। এছাড়া বিমানবন্দর থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। এতে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানের প্রার্থিতাও বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর