ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আনোয়ারুজ্জামানকে সেবক হয়ে কাজের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, সিলেট
গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে সপরিবারে আনোয়ারুজ্জামান

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটের উন্নয়নে নগরবাসীর সেবক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

রবিবার দুপুরে গণভবনে সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আনোয়ারুজ্জামানকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দিয়েছেন। আমি এই নির্দেশ মেনে কাজ শুরু করবো।’

সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন তার সহধর্মিনী হলি চৌধুরী ও তার দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।

গত ২১ জুন অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকায় ভোট পড়ে ১ লাখ ১৯ হাজার ৯৯১। এর বিপরীতে নজরুল ইসলামের বাবুল ৫০ হাজার ৮৬২ ভোট পেয়েছেন। প্রায় ৬৯ হাজার ভোটের ব্যবধানে তিনি মেয়র নির্বাচিত হন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর