ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে এখনো উদ্ধার হয়নি সেই অস্ত্র
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে অস্ত্র উঁচিয়ে মহড়া দেওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনের রিমাণ্ড আবেদন নাকচ করেছেন আদালত। বিমানবন্দর থানার ওসি মঈন উদ্দীন শিপন জানান, রবিবার সিলেট দ্রুত বিচার আদালতের বিচারক সুমন ভূঁইয়ার আদলত রিমান্ড আবেদন নাকচ করেন। এর আগে তুহিনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। এদিকে, ঘটনার ২০ দিনেও প্রদর্শিত আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। 

গত ৬ জুন সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফতাব হোসেন খানের পক্ষ নিয়ে এলাকায় মহড়া দেয় একদল যুবক। মোটরসাইকেলে মহড়া দেওয়ার সময় কাউন্সিলর আফতাব হোসেন খানও উপস্থিত ছিলেন। এসময় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী সায়ীদ মোহাম্মদ আবদুল্লাহর বাসার সামনে গিয়ে তুহিন অস্ত্র তাক করে ভীতি প্রদর্শন করে। এ ঘটনার সিসিটিভির ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। মহড়া ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় সায়ীদ আবদুল্লাহ নির্বাচন কমিশনে অভিযোগ ও থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় নির্বাচন কমিশন আফতাব হোসেন খানের প্রার্থীতা বাতিল করে। গত ২১ জুন অনুষ্ঠিত নির্বাচনে সায়ীদ মোহাম্মদ আবদুল্লাহ কাউন্সিলর নির্বাচিত হন। 

এদিকে, অস্ত্র প্রদর্শনকারী স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালাম আজাদ তুহিনকে গত ১৬ জুন রাতে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা থেকে গ্রেফতার করে র‌্যাব। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তুহিনের  ৫ দিনের রিমান্ডের আবেদন করেছিল। তুহিন গ্রেফতার হলেও গত ২০ দিনেও তার প্রদর্শিত অস্ত্র উদ্ধার হয়নি। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর