ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ওসমানী হাসপাতালে বিকট শব্দে খুলে গেল অক্সিজেন লাইন, রোগীর ছোটাছুটি
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বিকট শব্দ করে একটি অক্সিজেন লাইনের মুখ খুলে গেলে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় রোগীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে কর্তব্যরত নার্স দ্রুত এসে সে লাইনের মুখ লাগিয়ে দেন। এতে রোগীরা শান্ত হন।

আজ সোমবার বিকাল ৫টার দিকে ওসমানী হাসপাতালের ৫ তলার ২২ নং (শিশু) ওয়ার্ডে এ ঘটনা ঘটে। 

ওই ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনরা বলেন, বিকাল ৫টার দিকে হঠাৎ করে বিকট শব্দ করে দেয়ালে থাকা একটি অক্সিজেন লাইনের মুখ ছুটে যায় এবং শো শো শব্দে ধোঁয়ার মতো অক্সিজেন বের হতে থাকে। তখন রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনরা আগুন লেগেছে মনে করে ‘আগুন- আগুন’ বলে চিৎকার শুরু করে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। চিৎকার শুনে আশপাশ ওয়ার্ডগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

তবে ২২ নং ওয়ার্ডের কর্তব্যরত একজন নার্স দ্রুত ছুটে এসে সেই অক্সিজেন লাইনের মুখটি লাগিয়ে দেন। এতে রোগী ও তাদের স্বজনরা শান্ত হন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 



এই পাতার আরো খবর