ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তীব্র গরমে পুড়ছে সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট

টানা কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ সিলেটর জনজীবন। মাঝে মধ্যে কিছু বৃষ্টি হলেও তা তাপমাত্রায় তেমন প্রভাব ফেলেনি। গেল সপ্তাহ জুড়ে সূর্যের দাপট অতটা বেশি না থাকলেও ভ্যাপসা গরমে নাকাল সিলেটের মানুষ। তবে রবিবার সকাল থেকেই বেড়েছে সূর্যের দাপট। 

সিলেট আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সিলেটে আজকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিনের অসহ্য গরমে হাঁসফাঁস অবস্থা রাস্তায় বের হওয়া মানুষের। তবে আজ সকাল থেকেই তাপমাত্রা বেশি অনুভূত হচ্ছে। যার ফলে দুর্বিষহ হয়ে পড়েছে জীবনযাত্রা। একান্ত জরুরি কাজ ছাড়া ঘর থেকে রাস্তায় বের হওয়া যাচ্ছে না। চোখে-মুখে যেন আগুনের তাপ লাগছে।

মহানগরীর টিলাগড় এলাকায় একটি ভবনে নির্মাণ কাজ করছিলেন শ্রমিকরা। তারা জানান, অন্যান্য সময় রোদে কাজ করলে প্রচুর ঘাম হয়। তবে এখন তেমন ঘাম হচ্ছে না। কিন্তু ঠোঁট ফেটে যাচ্ছে। অস্বস্তি লেগেই থাকছে।

তাতিপাড়া এলাকার বাসিন্দা দিপ্ত জানান, এতদিনের গরম কিছুটা সহনশীল ছিল। তবে আজকের গরমটা সহ্যের বাহিরে। ঘর থেকে বের হতে পারছি না। 

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশেও পরছে। এখন যে তাপপ্রবাহ চলছে, এটি আগামী কয়েকদিন থাকবে। সেই পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এরপর হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে। তখন বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও কিছুটা বৃষ্টি হতে পারে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর