ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সমুদ্র নিয়ে গবেষণা করবে ঢাবি ও সিকৃবি
নিজস্ব প্রতিবেদক, সিলেট:

বর্তমানে ব্লু ইকোনমি বা সমুদ্রনির্ভর অর্থনীতি বেশ সম্ভাবনাময়। বাংলাদেশে সামুদ্রিক মৎস্যসম্পদ অথবা জীবজগৎ বিষয়ে যতটা গবেষণা হয়েছে, সমুদ্রের ভৌত, রাসায়নিক এবং ভূতাত্ত্বিক বিষয়ে এখনো ততটা গবেষণা হয়নি। বঙ্গোপসাগর সম্পর্কিত বহু বিষয় এখনো রয়ে গেছে অজানা। এবার সমুদ্র নিয়ে যৌথ গবেষণায় নামছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। যৌথভাবে গবেষণার জন্য গত রবিবার ঢাবির অধ্যাপক আবদুল মতিন চৌধুরীর ভার্চুয়াল ক্লাসরুমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

সিকৃবির জনসংযোগ দপ্তর জানায়, নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন ঢাবির কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সিকৃবির উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।  সমুদ্রবিজ্ঞান নিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের এই চুক্তি গবেষণাখাতে নতুন আশার সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। 

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর