ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে ঝড়-বৃষ্টির আভাস
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রতীকী ছবি

সিলেট অঞ্চলসহ দেশের ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে। এছাড়াও আবহাওয়া অধিদপ্তর বলছে, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতেও সিলেটসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি থাকবে।

শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করায় তিন দিন সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হবে বলে গত বুধবার জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। 

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর