ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শ্রীমঙ্গলে চা শ্রমিক সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

দেশের চা বাগানের শ্রমিকদের ও তাদের সন্তানদের মাঝে অনুদান ও শিক্ষা বৃত্তি  প্রদান করা হয়েছে। চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট এবং বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) মৌলভীবাজারের জুড়ি উপজেলার সোনারুপা চা বাগানে বাংলাদেশ চা বোর্ড থেকে দেশের চা শ্রমিক ও শ্রমিক সন্তানদের মধ্যে এই শিক্ষাবৃত্তি ও অনুদান প্রদান করা হয়।

বাংলাদেশ চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট ফান্ড ও বাংলাদেশ চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে শ্রমিক ও শ্রমিক সন্তানদের হাতে বৃত্তি ও অনুদান চেক তুলে দেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিট (পিডিইউ)-এর পরিচালক ড. এ, কে, এম, রফিকুল হক।   চা বোর্ড সুত্রে জানা যায়, এ বছর দেশের ৯৩টি চা বাগনের ২৪৭১ জন মেধাবী শ্রমিক সন্তানদের মধ্য ২৩ লাখ ৪৭ হাজার ৪৫০ টাকা শিক্ষা বৃত্তি দেয়া হয়। এছাড়া ৫৯ জন চা শ্রমিককে মেয়ের বিবাহ ও চিকিৎসার জন্য ৩ লাখ ৯৭ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

এই শিক্ষা বৃত্তির আওতায় রয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও স্নাতক শ্রেণির অধ্যায়নরত শিক্ষার্থীরা। শ্রমিক সন্তানদের শিক্ষা গ্রহণে উৎসাহ ও শিক্ষার মানোন্নয়নে চা বোর্ড  এই বৃত্তিমূলক কর্মসুচি বাস্তাবায়ন করছে। 

বৃত্তি ও অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিডিইউ'র সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, ধামাই চা বাগানের উপমহাব্যবস্থাপক শেখ কাজল মাহমুদ, সোনারুপা চা বাগানের ব্যবস্থাপক মো. নাহীদ ফেরদৌস চৌধুরী বাগান পঞ্চায়েত সভাপতি, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী, চা শ্রমিক ও অভিভাবকরা। 

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর