ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রোমানিয়ার ভিসা আনতে গিয়ে ভারতে বাংলাদেশি যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, সিলেট
নাহিদুল ইসলাম মারুফ

রোমানিয়ার ভিসার জন্য ভারত গিয়েছিলেন সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের রঘুরাশি গ্রামের মাওলানা আবদুল হকের ছেলে নাহিদুল ইসলাম মারুফ (২০)। 

গত শুক্রবার তিনি দূতাবাসে পাসপোর্ট জমা দেন। কিন্তু ভিসা নিয়ে তার আর দেশে ফেরা হয়নি। গতকাল শনিবার ভোররাতে তিনি ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। রোমানিয়ার ভিসার জন্য ফাইল জমা দিতে প্রায় দুই সপ্তাহ আগে তিনি ভারতে গিয়েছিলেন। 

মারুফের বাবা বীরশ্রী রহমানিয়া ইবতেদিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক জানান, রোমানিয়ার ভিসার জন্য সে ভারত গিয়েছিল। দূতাবাসে আবেদনও জমা দিয়েছিল। কিন্তু ভিসা নিয়ে তার আর দেশে ফেরা হলো না। ৩ ভাই ২ বোনের মধ্যে মারুফ ছিল ২য়। 

পারিবারিক সূত্র জানায়, মারুফের লাশ বর্তমানে দিল্লির একটি হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে আনা হবে। 

বিডি-প্রতিদিনি/বাজিত



এই পাতার আরো খবর