ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথে স্বল্পমেয়াদি আমন ধানের নমুনা শস্য কর্তন
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

স্বল্পমেয়াদি আমন ধানের জাত জনপ্রিয় হচ্ছে। সিলেটের বিশ্বনাথে চাষ হওয়া স্বল্পমেয়াদি আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দশঘর ইউনিয়নের কৃষক লুৎফুর রহমানের ৯৯ শতক জমিতে ‘বিনা-১৭’ জাতের আমন ধান আনুষ্ঠানিকভাবে আগাম নমুনা শস্য কর্তন করা হয়।     

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা জাকারিয়া হাবীব, স্থানীয় কৃষক ইউসুফ আলী, তৈয়ব আলী, আসাদুর রহমান প্রমুখ।   

এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, এ বছর উপজেলায় ১৩ হাজার ২শ ৩০ হেক্টর জমিতে আমন ধান আবাদ সম্ভব হয়েছে। এর মধ্যে বিনা ধান-১৭ চাষ হয়েছে ২শ ৪০ হেক্টর জমিতে। জাতটির জীবনকাল ১শ ১২-১শ ১৮ দিন এবং গড় ফলন ৬.৫ টন পার হেক্টর। এটি আগাম হওয়ায় দ্রুত কর্তন করে সরিষাসহ অন্যান্য রবি ফসল চাষ করা যায়।   

বিডি প্রতিদিন/এএম

 

 



এই পাতার আরো খবর