ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে বামজোটের মিছিলে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

তফসিল ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবসের হরতালের প্রভাব পড়েনি সিলেটে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরীতে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাটও ছিল খোলা। বিএনপির ডাকা অবরোধের কারণে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরীর চৌহাট্টার সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি জিন্দাবাজারের সমবায় ভবনের সামনে আসলে পুলিশ বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুলিশ পথ ছেড়ে দিলে মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে এগিয়ে যান বাম জোটের নেতাকর্মীরা। পরে মিছিলটি পুনরায় শহিদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।   এদিকে, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর কাশিকাপন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘোষিত তফসিল জনগণ প্রত্যাখ্যান করেছেন। অবরোধ কর্মসূচি সফল করতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে।  

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর