ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফেসবুকে পরিচয়, যুক্তরাজ্যের ভিসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সিলেট

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে যুক্তরাজ্যের ভিজিট ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তারা। কিন্তু টাকা নিয়ে প্রতারণার অভিযোগ ওঠেছে সিলেটি বংশোদ্ভুত দুই যুক্তরাজ্য প্রবাসীর বিরুদ্ধে। প্রতারণার অভিযোগে সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী। 

গত বৃহস্পতিবার সাধারণ ডায়েরিটি করেন সিলেট নগরীর শেখঘাট শুভেচ্ছা ৪০৭ নম্বর বাসার মো. মোক্তার উদ্দিন। অভিযুক্তরা ইরা খাতুন ও নুরুজ্জামান নামের দুই যুক্তরাজ্য প্রবাসী। 

মোক্তার উদ্দিন সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, ফেসবুকে ইরা খাতুন ও নুরুজ্জামান নামের দুই ব্যক্তির সাথে তার পরিচয় হয়। তারা মোক্তারকে সপরিবারে যুক্তরাজ্যের ভিসা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ১০ লাখ টাকার চুক্তি করেন। প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আবেদন করে এক মাসের মধ্যে ভিসা করিয়ে দেওয়ার নিশ্চয়তা দেন ওই দুই প্রবাসী। প্রতিশ্রুতি অনুযায়ী মোক্তার হোসেন ২ লাখ টাকা পরিশোধও করেন। কিন্তু একমাসের মধ্যে ভিসা না হওয়ায় তিনি টাকা ফেরত চান। প্রথমে টাকা ফেরত দেওয়ার কথা বলে সময়ক্ষেপণ করেন ইরা ও নুরুজ্জামান। পরে টাকা ফেরত চাওয়ায় তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন মোক্তার। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর