ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে নিরুত্তাপ হরতাল, গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক, সিলেট

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিন সিলেটে নিরুত্তাপভাবে কেটেছে। ব্যস্ততম এলাকার বেশিরভাগ বিপণীবিতান বন্ধ থাকলেও দোকানপাট খোলা ছিল। যান চলাচলও প্রায় স্বাভাবিক ছিল। নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা ও মদিনামার্কেট এলাকায় দিনের বিভিন্ন সময় যানজট লাগতেও দেখা গেছে। দুরপাল্লা ও আন্ত:জেলা সড়কে বাস চলাচল করলেও যাত্রীর সংখ্যা ছিল কম। তাই আগের তুলনায় বাস চলাচলও কম ছিল। 

এদিকে, হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় একটি ট্রাক ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটান হরতাল সমর্থকরা। এসময় পুলিশ দুই পিকেটারকে আটক করে বলে খবর পাওয়া গেছে। নগরীর চৌকিদেখি ও শাহী ঈদগাহ এলাকায়ও দুটি ট্রাক ভাঙচুর করা হয়। সুবিদবাজারে ভাঙচুর করা হয় একটি লেগুনা (হিউম্যান হলার)। এছাড়া নগরীর টুকেরবাজার, শাহীঈদগাহ, বিমানবন্দর সড়ক ও সুবিদবাজার এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল এবং পিকেটিং করেন। তবে পুলিশ আসামাত্র তারা সড়ক থেকে সটকে পড়েন।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর