ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

১৩ ঘণ্টা পর
সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
হবিগঞ্জ প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

হবিগঞ্জের বাহুবলে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হওয়ার ১৩ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গলে আটকা পড়া উদয়ন এক্সপ্রেস চট্টগ্রামের পথে ছেড়ে গেছে। এর আগে, বুধবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে উপজেলার রাউদগাঁও এলাকায় পৌঁছলে তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়। 

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, আখাউড়া থেকে সিলেট সিলেটগামী তেলবাহি  ট্রেন উপজেলার রাউদ গাঁও এলাকায় পৌছা মাত্রই একটি বিকট শব্দ হয়। সাথে সাথে ট্রেনের ৫ ও ১৪ নম্বার বগি লাইনচ্যুত হয়ে পড়ে। 

তিনি আরও জানান, এতে রেল লাইনের ১০০ স্লিপার ভেঙ্গে যায়। বগি দুটি উদ্ধার করে শ্রীমঙ্গলে পাঠানোর পর ২ শতাধিক শ্রমিক স্লিপার ও লাইন মেরামতের কাজ করেন। দীর্ঘ ১৩ ঘন্টা পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।  

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর