ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে স্বেচ্ছাসেবক-ছাত্রদলের ৪ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রতীকী ছবি

সিলেট নগরীতে অবরোধের চেষ্টাকালে স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের চার নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে নগরীর সোবহানীঘাট ও বাঘবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটককৃতরা হলো- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্যসচিব আফসার খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহসাংগঠনিক সম্পাদক আখতার হোসেন লিমন।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা ২টার দিকে নগরীর সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি নিয়ে নেতাকর্মীরা উপশহর এলাকায় গিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ধাওয়া খেয়ে পালানোর সময় সোবহানীঘাট এলাকা থেকে পুলিশ রাসেল ও লিমনকে আটক করে। 

এদিকে, বাঘবাড়ি এলাকায় মিছিলের প্রস্তুতিকালে পুলিশ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্যসচিব আফসার খানকে আটক করে।

বিডিপ্রতিদিন/কবিরুল 

 



এই পাতার আরো খবর