ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

স্বঘোষিত প্রতীকে প্রচারণা, প্রার্থীর সমর্থককে জরিমানা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

ইসি থেকে অনুমোদন পাওয়ার আগেই পছন্দের প্রার্থীর পক্ষে স্বঘোষিত প্রতীকসহ ব্যানার ছাপিয়ে প্রচারণার দায়ে এক সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৫টায় সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন।

এসময় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানের এক সমর্থককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা পাওয়া ব্যক্তির নাম ময়নুল ইসলাম। তিনি বিশ্বনাথ নতুন বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে।

প্রসঙ্গত, স্বপদে বহাল থাকায় প্রার্থী বাতিলের পর হাইকোর্টে গিয়ে প্রার্থিতা ফিরে পান বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। কিন্তু এখনো তাকে প্রতীক অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন। তারপরও তার কর্মী-সমর্থকরা প্রতীক হিসেবে ট্রাক’র ছবিসহ পোস্টার ও ব্যানার ছাপিয়ে প্রচারণায় নামেন।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন বলেন, নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের দায়ে আজ এক প্রার্থীর সমর্থককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর