ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মৌলভীবাজার-২ : শাহীন ও সলমানের ভোট বর্জন
শফি আহমদ সলমান (বামে) ও এম এম শাহীন (ডানে)

মৌলভীবাজার প্রতিনিধি 

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচন বর্জন করলেন তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন (পাট) ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সলমান (ট্রাক)। নির্বাচনে কারচুপি ও পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে উভয় প্রার্থী ভোট বর্জন করলেন।

আজ রবিবার নির্বাচন চলাকালীন বিকালে ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তারা।

তৃণমূল বিএনপির প্রার্থী এম এম শাহীন বলেন, ‘কেন্দ্রে কেন্দ্রে অনিয়ম এবং জাল ভোট দেওয়া হয়েছে। প্রায় সব কেন্দ্র থেকেই এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোট চলাকালীন এসব অনিয়মের কথা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে অবহিত করার পরও কোনো প্রতিকার না পাওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও অভিযোগ করে বলেন, ‘নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন হয়নি। কমিশন সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। তিনি নৌকার কর্মী সমর্থকরা কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগ করেন।

ভোট বর্জনের ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সলমান বলেন, ‘কুলাউড়ার প্রতিটি কেন্দ্রে অনিয়ম এবং জাল ভোট দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। ভোট চলাকালীন এসব অনিয়মের কথা রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার পরও কোনো প্রতিকার না পাওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর