ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে জামানত হারাচ্ছেন ২৪ জন
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
প্রতীকী ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলায় প্রতিদ্বন্দ্বিতাকারী দুই তৃতীয়াংশ প্রার্থী জামানত খুইয়েছেন। প্রদত্ত ভোটের ৮ শতাংশের কম পাওয়ায় জামানত হারিয়েছেন তারা। এর মধ্যে হেভিওয়েট প্রার্থীরাও রয়েছেন। জেলার ৬টি সংসদীয় আসনের ৩৫ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ২৪ জন। 

সিলেট-১ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ লাখ ১৫ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। প্রতিদ্বন্দ্বী বাকি চার প্রার্থীর সবাই জামানত হারিয়েছেন। 

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী ঐক্যজোটের মাওলানা ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইউসূফ আহমদ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আবদুল বাছিত ও বাংলাদেশ কংগ্রেসের সোহেল আহমদ চৌধুরী।  সিলেট-২ আসনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৭৮ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হন আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী। এই আসনে পরাজিত প্রার্থীদের মধ্যে কেবল স্বতন্ত্র মুহিবুর রহমানের জামানত রক্ষা হয়েছে। তিনি পেয়েছেন ১৬ হাজার ৬৬১ ভোট। আসনটির বর্তমান সংসদ সদস্য গণফোরামের মোকাব্বির খান, সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী, তৃণমূল বিএনপির মো. আবদুর রব, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. মনোয়ার হোসাইন ও বাংলাদেশ কংগ্রেসের মো. জহির জামানত হারিয়েছেন।

সিলেট-৩ আসনে ৭৯ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। আসনটিতে ৩৫ হাজার ৮৩৬ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি সব প্রার্থী জামানত হারিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র মো. ফখরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের মো. ময়নুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ার হোসেন আফরোজ।

সিলেট-৪ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ৭ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বাকি সব প্রার্থী জামানত হারিয়েছেন। জামানত হারানোর প্রার্থীরা হলেন- তৃণমূল বিএনপির আবুল হোসেন (সোনালী আঁশ) ও ইসলামী ঐক্য জোটের নাজিম উদ্দিন কামরান।

সিলেট-৫ আসনে কেটলি প্রতীকে ৪৭ হাজার ১৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ফুলতলী পীরের ছেলে মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। এই আসনে জামানত রক্ষা হয়েছে আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ ও স্বতন্ত্র ড. আহমদ আল কবীরের। বাকি প্রার্থীরা জামানত হারিয়েছেন। জামানত হারানো প্রার্থীরা হলেন- তৃণমূল বিএনপির কুতুব উদ্দিন সিকদার, জাতীয় পার্টির সাব্বীর আহমদ ও বাংলাদেশ কংগ্রেসের মো. বদরুল আলম। সিলেট-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ৫৭ হাজার ৭৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এই আসনে ৩৯ হাজার ৪৮৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। আসনটিতে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন হেভিওয়েট প্রার্থী শমসের মুবিন চৌধুরীও জামানত হারিয়েছেন। এছাড়াও জামানত হারিয়েছেন জাতীয় পার্টির সেলিম উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান ও ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর