ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথে সরকারি চিকিৎসা সহায়তা পেলেন ৩৪ রোগী
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

জটিল রোগে আক্রান্ত সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩৪ জন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ১৭ লাখ টাকার চেক দেয়া হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুনু মিয়া।

সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, জটিল রোগের অনুদান' হিসেবে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেয় দেয়া হয়। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে সরকারি সহায়তার এ চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ইমাম উদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ রোগী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সদস্য মধু মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর