ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বনাথে জমে উঠেছে ঈদের বাজার
সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট):

আর মাত্র দু’দিন পরই ঈদুল ফিতর। এ ঈদকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমে উঠেছে শেষ মুর্হুতের ঈদ বাজার। শহরের শপিং সেন্টার ও মার্কেট গুলোতে মানুষের উপচে পড়া ভিড়। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। সাধ ও সাধ্যের মধ্যে ক্রেতারা খুঁজে নিচ্ছেন নিজেদের পছন্দের পোষাক। প্রিয়জনদের জন্যে কিনছেন পোষাক, জুতা, কসমেটিকস ও অলংকারসহ নানা জিনিসপত্র।  

সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলা সদরের সব’চে বড় শপিংমল ‘আল-হেরা শপিং সেন্টার’সহ মার্টেকগুলোতে চলছে কেনাকাটার উৎসব। ক্রেতারা পছন্দের পোষাক কিনতে ছুটছেন একপ্রান্ত থেকে অপর প্রান্তে। তবে, আল-হেরা শপিং সেন্টারেই ভিড় বেশি ক্রেতাদের। দম ফেলার ফুসরত নেই ক্রেতা-বিক্রেতাদের। অল্প সমেয়র মধ্যে কেনাকাটা সম্পন্ন করতে ব্যস্ত ক্রেতারা। শেষ মুর্হুতে এসে দাম নিয়ে হচ্ছেনা তেমন দর কষাকষি। দোকান গুলোতে পুরুষের তুলনায় নারী ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এবার নারী ক্রেতারা কিনছেন আধুনিকমানের বাহারি ডিজাইনের ড্রেস, রেডি আন রেডি থ্রি পিস, রোবকা, শাড়ি, লেহেঙ্গা, হিজাব, স্কাপসহ সব ধরণের কাপড়। ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি, জিন্স প্যান্ট ও টি-শার্ট।   বিক্রেতারা জানান, রমজানের শুরু থেকেই ঈদের কেনাকাটা শুরু হয়ে যায়। এখন ঈদ সন্নিকটে আসায় বিকিকিনি ভালোই হচ্ছে। সকাল থেকে কেবল ইফতারের সময় ব্যতীত মধ্যরাত পর্যন্ত চলছে বিক্রিবাটা।  অপরদিকে উপজেলার বিভিন্ন মার্কেটের দর্জি পাড়ায়ও ধুম পড়েছে নতুন কাপড় তৈরির। কারিগররা ব্যস্ত সময় পার করছেন পাঞ্জাবি, ফতোয়া, শার্ট, প্যান্ট, থ্রি পিস, তৈরির কাজে। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর