ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে রবিবার শুরু হচ্ছে কোভিড ভ্যাক্সিনের ৪র্থ ডোজ প্রদান
নিজস্ব প্রতিবেদক, সিলেট
ফাইল ছবি

সিলেট নগরীতে ফের শুরু হচ্ছে কোভিড-১৯ ভ্যাক্সিনের ৩য় ও ৪র্থ ডোজ প্রদান। সিটি করপোরেশনের উদ্যোগে রবিবার থেকে শুরু হচ্ছে ভ্যাক্সিন কার্যক্রম। 

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, রবিবার থেকে ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে কোডিভ-১৯ ভ্যাক্সিনের ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে। এছাড়া নগরীর কুমারপাড়াস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালেও ভ্যাক্সিন প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। ১৮ বছরের বেশি বয়সী যে কোনো নাগরিক ভ্যাক্সিন গ্রহণ করতে পারবেন। তবে ভ্যাক্সিনের মজুদ শেষ হয়ে গেলে নির্ধারিত তারিখের আগেই কার্যক্রম বন্ধ করা হবে বলে জানান ডা. জাহিদ। 

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর