ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে সড়কে ঝরলো তিন প্রাণ
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রতীকী ছবি

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সিলেট-ভোলাগঞ্জ সড়কে দুইজন ও সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে একজন নিহত হন। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার গৌরিনগর ও খাগাইল পাম্পের মধ্যবর্তী এলাকায় পাথরবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৬ যাত্রী আহত হন। 

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিশরপাশা গ্রামের রনজিৎ সাহার ছেলে পার্থ সাহা (২৩)। তিনি কোম্পানীগঞ্জের দয়ারবাজারে থাকতেন। 

আহতাবস্থায় বাকী ৫ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুনামগঞ্জের ছাতক উপজেলার লুবিয়া গ্রামের মোতালিব মিয়ার ছেলে হারুনুর রশিদকে (৪০) মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন এখনো চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ। 

এদিকে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর এলাকায় লেগুনা (হিউম্যান হলার) চাপায় কসিদ আলী (৬০) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর