ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেট সিটির হোল্ডিং ট্যাক্স সহনীয় করার দাবি সারেগের
নিজস্ব প্রতিবেদক, সিলেট

বর্ধিত হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে সহনীয় ট্যাক্স নির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ (সারেগ)। 

বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। 

মেয়রের অনুপস্থিতিতে স্মারকলিপিটি গ্রহণ করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়-‘পঞ্চবার্ষিক মূল্যায়নের নামে সিলেট সিটি কর্পোরেশন যে হোল্ডিং  ট্যাক্স নির্ধারণ করেছে তাতে নগরবাসী হতাশ ও সংক্ষুব্ধ। এটা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। আকাশচুম্বি ট্যাক্স দেখে নগরবাসী হতাশ হয়েছেন। সারেগ বর্তমান ট্যাক্সের সাথে সমন্বয় করে যৌক্তিক হোল্ডিং ট্যাক্স নির্ধারণের দাবি জানাচ্ছে।’

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সারেগ এর সভাপতি মাওলানা খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মাহী উদ্দিন আহমদ সেলিম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন প্রমুখ।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের বর্ধিত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখা। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর