ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

অটোরিকশা দিয়ে ছিনতাই, আটক ২
নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিএনজিচালিত অটোরিকশা দিয়ে ছিনতাইর অভিযোগে দুই চালককে আটক করে পুলিশে সোর্পদ করেছে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতারা ওই দুই চালককে আটক করে পুলিশে দেন।

আটককৃতরা হলো অটোরিকশা চালক আছকন্দর আলী ও ইব্রাহিম হোসেন ইমন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত মালামালও উদ্ধার করা হয়েছে। 

সিলেট সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া আহমদ জানান, কিছুদিন ধরে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে দুর্বৃত্তরা ওঠে ছিনতাই করে আসছে। এর দায় পড়ছে চালকদের ওপর। এমন অভিযোগ পাওয়ার পর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা গোপনে তথ্য সংগ্রহে নামেন। গোপন তথ্যের ভিত্তিতে আছকন্দর আলী ও ইব্রাহিম হোসেন ইমন নামের দুইজনকে আটক করে পুলিশে দেওয়া হয়। এরা কোন স্ট্যান্ডের আওতাভুক্ত চালক নয়। অধিক ভাড়া দেওয়ার লোভ দেখিয়ে তারা মালিকদের কাছ থেকে অটোরিকশা নিয়ে অপকর্ম করতো। 

শাহপরাণ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, তাদের কাছ থেকে ছিনতাইকৃত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর