ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি
নিজস্ব প্রতিবেদক, সিলেট:

বৃষ্টিপাত কম হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে সিলেট মহানগরের কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা রয়েছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টের পানি বিপদসীমার ৬৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জেলায় বন্যাকবলিত ৮টি উপজেলার সবকটিতে পানি কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপজেলাগুলো জনপ্রতিনিধিরা। পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন বন্যার্তরা। এদিকে, বন্যার পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। অনেক উপজেলার প্রধান প্রধান সড়ক ভেঙে গেছে। উপজেলাগুলোর পাকা ও আধাপাকা সড়কের ব্যপার ক্ষয়ক্ষতি হয়েছে। পানির স্রোতে উঠেগেছে সড়কের কার্পেট। যার ফলে ভোগান্তিতে পড়েছেন এসব উপজেলার লাখো মানুষ।

এদিকে বন্যার ঝুঁকিতে আছে এমন সকল ওয়ার্ডে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে সিলেট সিটি করপোরেশন। নগরের ১৫নং ওয়ার্ডের দুটি আশ্রয়কেন্দ্রে এখনো কয়েকটি পরিবার রয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। আশ্রয়কেন্দ্রে সিটি করপোরেশনের পক্ষ থেকে রান্না করা ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

বিডি প্রতিদিন/এএম

 



এই পাতার আরো খবর