ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

টানা তিন ঘণ্টার বৃষ্টিতে সিলেট নগরে ফের জলাবদ্ধতা
নিজস্ব প্রতিবেদক, সিলেট

একদিনের মাথায় ফের বৃষ্টিতে প্লাবিত হয়েছে সিলেট নগরের বেশকিছু নিম্ন এলাকা। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। 

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঝরিঝিরি বৃষ্টিপাত হচ্ছে। গত এক সপ্তাহ আগেও ভারি বৃষ্টিতে নগরীর প্রায় শতাধিক এলাকা ডুবে যায়। ভোগান্তিতে পড়েন প্রায় ৬ থেকে ৭ হাজার পরিববার। 

সোমবার সরেজমিনে দেখা গেছে, নগরের উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুর, তালতলা ও শেখপাড়া এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি।

এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর সাংবাদিকদের জানান, ‘এটাকে ঠিক জলাবদ্ধতা বলা যাবে না। প্রচুর বৃষ্টি হওয়ায় বিভিন্ন এলাকায় পানি জমেছে। এছাড়া পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীও টইটম্বুর। এতে নগরে প্রবাহিত ছড়া ও খাল দিয়ে পানি গিয়ে নদীতে মিশতে পারছে না। তাই বৃষ্টিতে নগরের নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ছে।’

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর