ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
নিজস্ব প্রতিবেদক, সিলেট
সংগৃহীত ছবি

সিলেটে থেমে থেমে ও ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও আসামের পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টিপাতের কারণে সিলেটের সবকটি নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। সুরমা নদীর কানাইঘাট ও কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলার সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। 

গোয়াইন নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ শুরু করেছে। ফলে গোয়াইনঘাট উপজেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলারও কিছু এলাকা প্লাবিত হয়েছে। 

আজ শনিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে ৫১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে উত্তর সিলেটের সবকটি নদীর পানি বৃদ্ধি পায়। গোয়াইন নদীর পানি উপচে উপজেলার নন্দিরগাঁও, তোয়াকুল, ডৌবাড়ি, পশ্চিম আলীরগাঁও, রুস্তুমপুর, লেঙ্গুড়া ইউনিয়নের বৃহৎ অঞ্চল প্লাবিত হয়েছে। মধ্য ও পূর্ব জাফলং ইউনিয়নের কিছু এলাকায়ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গোয়াইনঘাট-সালুটিকর সড়কের বিভিন্ন স্থানও তলিয়ে গেছে। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এদিকে, বেড়িবাঁধের উপর দিয়ে সোনাই নদীর পানি প্রবেশ করেছে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কিছু এলাকায়। তবে বিকেল থেকে ওই এলাকার পানি কমতে শুরু করেছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি ৫৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুরমার পানি সিলেট পয়েন্টে ৫৮ সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলসীদে ১১৫ সেন্টিমিটার, শেওলায় ৫১ সেন্টিমিটার, শেরপুরে ১ সেন্টিমিটার, লোভা নদীর পানি লোভাছড়াতে ১৪৮ সেন্টিমিটার, সারিঘাটে সারি নদীর পানি ১৩৮ সেন্টিমিটার, জাফলংয়ে ডাউকি নদীর পানি ৮৭ সেন্টিমিটার গোয়াইনঘাটে সারিগোয়াইন নদীর পানি ৭১ সেন্টিমিটার ও ইসলামপুরে ধলাই নদীর পানি ৭১ সেন্টিমিটার বেড়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর