ঢাকা, রবিবার, ৩০ জুন, ২০২৪

আজকের পত্রিকা

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি
নিজস্ব প্রতিবেদক, সিলেট :

সিলেটে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। ফলে প্রতিদিন আশ্রয়কেন্দ্র ছাড়ছেন লোকজন। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত সিলেটে পৌনে ৮ লাখ মানুষ পানিবন্দী ছিলেন। পানি কমলেও সিলেটের দু’টি নদীর ৩ পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে বহমান ছিল।

জেলা প্রশাসন সূত্র মঙ্গলবার দুপুরে জানায়, এখন পর্যন্ত সিলেটে ৭ লাখ ৮৯ হাজার ১৩১ জন বন্যা কবলিত অবস্থায় আছেন। এর মধ্যে মহানগরে আক্রান্ত মানুষের সংখ্যা নেমে এসেছে ৩ শ’-তে। বর্তমানে মহানগরের ২টি ওয়ার্ড ও জেলার ১০৭টি ইউনিয়নে বন্যার পানি রয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন ১২ হাজার ৯০৫ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১৩ হাজার ১৯৪ জন। এসব আশ্রয়কেন্দ্রে সরকারি-বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। পৌঁছানো হচ্ছে বিশুদ্ধ পানি ও ওষুধপত্র।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্র মঙ্গলবার বিকালে জানায়, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কুশিয়ার নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার ২১ ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৯৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান জানান, সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। মানুষজন আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরছেন বাসা-বাড়িতে। বন্যার্তদের মাঝে ত্রাণ ও ওষুধ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এদিকে, সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঘরে ফেরা মানুষজন পোহাচ্ছেন নানা ভোগান্তি। বন্যায় বিধ্বস্ত ঘর মেরামত, বিশুদ্ধ পানির সংকট ও রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাচলের কষ্টে আছেন তারা। এছাড়া বন্যা কবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণের সংকটও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিডি-প্রতিদিন/শআ



এই পাতার আরো খবর