ঢাকা, শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

'হাসিনার শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে'
নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে বৃহস্পতিবার সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকে ছাত্ররা নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে এসে জড়ো হতে থাকেন। সন্ধ্যা পর্যন্ত তারা সেখানে অবস্থান করে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

অবস্থান কর্মসূচিকালে সমন্বয়করা বলেন- দীর্ঘ ১৫ বছর শোষণ করে স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। এই সময়ে অনেক মায়ের বুক খালি হয়েছে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ছাত্রজনতার আন্দোলন চলবে। 

সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক শাবিছাত্র আসাদুল্লাহ আল-গালিব, সমন্বয়ক মো. গোলাম মর্তুজা সেলিম, দেলওয়ার হোসেন শিশির, হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম, সহ-সমন্বয়ক ফয়ছল হোসেন।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর