ঢাকা, শনিবার, ২ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

হবিগঞ্জে বেড়েই চলেছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
সিলেট ব্যুরো

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জ জেলায় বাড়ছে নদী-নদীর পানি। একই সঙ্গে ডুবছে জেলার নিম্নাঞ্চলগুলো।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার ২৭৮ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১৬৭ সেন্টিমিটার, হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। এছাড়াও কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার, বানিয়াচং মার্কুলি পয়েন্টে ৯ সেন্টিমিটার এবং আজমিরীগঞ্জের কালনী নদীতে ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। জেলায় গত ২৪ ঘণ্টার মোট বৃষ্টিপাত হয়েছে ৫২ মি.মি। 

বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর