ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রাম-৮ উপ নির্বাচন
ইসলামিক ফ্রন্ট প্রার্থীর ২১ দফা ইশতেহার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম ৮-উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনিত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন অগ্রাধিকার ভিত্তিতে কালুরঘাট সেতু নির্মাণ দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ, কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা, অবৈধ দখল উচ্ছেদ ও পানি দূষণ থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ, রোহিঙ্গাদের কোথাও স্থায়ী বসবাসের সুযোগ না দেওয়া, বন্যহাতির আক্রমণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বুধবার দুপুরে নগরের একটি মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করেন।  

এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট এম আবু নাছের তালুকদার, আল্লামা কাজী জসিম উদ্দীন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম সোলায়মান ফরিদ, যুগ্ম মহাসচিব স ম হামেদ হোসাইন, এস এম সিরাজ উদ্দীন তৈয়বী, ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর সভাপতি এইচ.এম মুজিবুল হক শুক্কুর, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, স ম শহিদুল হক ফারুকী, রাশেদুল ইসলাম রাশেদ, এ এস এম কাউছার, এম মহিউল আলম চৌধুরী, ওয়াহেদ মুরাদ, এ এম মঈন উদ্দীন চৌধুরী হালিম, জয়নাল আবেদীন বাবু, মোহাম্মদ আলী রেজা, ছাত্রনেতা আহমদ রেজা প্রমুখ।  

সংবাদ সম্মেলনে ঘোষিত ইশতেহারে আছে- বোয়ালখালী অংশের প্রত্যন্ত অঞ্চলে গ্যাস সংযোগের উদ্যোগ, কর্ণফুলীর তীরবর্তী জনগোষ্ঠীকে ভাঙ্গনের কবল থেকে রক্ষা, সংসদীয় ৮ আসনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নত করা, সুপরিকল্পিত শিল্পাঞ্চল গড়ে তোলা, চট্টগ্রাম-শহর থেকে ভাঙ্গারজুড়ি পর্যন্ত সড়ক সম্প্রাসারণ করে বাস চলাচলের ব্যবস্থা গ্রহণ, এলাকায় প্রতি ওয়ার্ড ও ইউনিয়নে একটি করে মসজিদকে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় আনা, প্রতিটি ওয়ার্ডে ১টি করে মডেল মসজিদ প্রতিষ্ঠা, জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে বোয়ালখালীর বিদ্যমান স্বাস্থ্যকেন্দ্রের শয্যা সংখ্যা বৃদ্ধি করা, বহাদ্দারহাট-কালুরঘাট ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কার করা, জলাবদ্ধতা নিরসনে বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতে পরিকল্পিত ব্যবস্থা নেয়া, চান্দগাঁও,পাঁচলাইশ ও বায়েজিদ এলাকার প্রতিটি ওয়ার্ডে ১টি করে কমিউনিটি ক্লিনিক স্থাপন, দলগত হিংসাত্মক প্রতিযোগিতার পরির্বতে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবে তৈরি, কালুরঘাট থেকে ভাঙ্গারজুড়ি পর্যন্ত  কর্ণফুলীর পাড়কে দৃষ্টিনন্দন করা, বোয়ালখালীকে উপ-শহর হিসেবে গড়তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।      

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ-রেজা মুজাম্মেল 

 



এই পাতার আরো খবর