চট্টগ্রামের পটিয়া উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে শ্রেণি কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হলো অনলাইন ক্লাসের যাত্রা। রবিবার দুপুরে পটিয়া উপজেলার অনলাইনে শ্রেণি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারাহানা জাহান উপমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন চট্টগ্রামের ১৪ উপজেলার নির্বাহী অফিসারগণ। প্রথম দিনে পটিয়ার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের চার হাজার ২১৩ জন শিক্ষার্থী অনলাইনে ক্লাস শুরু করে। বিদ্যালয়গুলো হলো পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, চরকানাই বহুমুখি উচ্চ বিদ্যালয়, মনসা স্কুল এন্ড কলেজ ও শাহচাঁন্দ আউলিয়া আলীয়া মাদ্রাসা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউটের পরিচালক আনিছ আহমদের তত্ত¡াবধানে তিন তরুণ- আশরাফ রেজা, নুর উদ্দিন ও মো. হায়দার ভিন্নধর্মী এ সফটওয়্যারটি উদ্ভাবন করেন। এখন www.eduworlderp.com এ যুক্ত হয়ে অনলাইনে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ইলিয়াস হোসেন বলেন, ‘বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ধদিন ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। ফলে ছন্দপতন ঘটেছে শিক্ষার্থীদের পাঠদানে। একাডেমিক কার্যক্রম ছাড়াই চলে যাচ্ছে শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু। এ সময়ে চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষার্থীদের এ ক্ষতিটা পূরণে একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে।’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা বলেন, ‘করোনাভাইরাস সামগ্রিক ক্ষেত্রে চরম আকারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এই সময়ে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে শিক্ষার্থীদের পাঠ্যজীবনের গুরুত্বপূর্ণ সময়। তাই তাদের এ ক্ষতি পূরণে ঘরে শিখি নামে অনলাইন ক্লাসের উদ্যোগ নেয়া হয়েছে। ক্লাসগুলো থাকবে রেকর্ডেড। যা পরবর্তীতে শিক্ষার্থীরা দেখতে পারবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেণীর কক্ষের সঙ্গে যুক্ত রাখা যাবে।’
তিনি বলেন, পটিয়া উপজেলার ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৪ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে। মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি প্ল্যাটফরমে এনে ক্লাস অভিন্ন প্যানেলে অনলাইন শ্রেণি কার্যক্রম ‘ঘরে শিখি’র মাধ্যমে ক্লাস নেওয়া হবে। পটিয়া উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষকরা এ কার্যক্রমে পাঠদান করাচ্ছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ কার্যক্রমে সহযোগিতা করছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার