ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা প্ররোচনার মামলায় আরাফাতের জামিন না মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ব্যাংক কর্মকর্তা আব্দুল মোরশেদ চৌধুরীর আত্মহত্যা প্ররোচনার মামলায় গ্রেফতার মো. আরাফাত হোসেনের (২৭) জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রবিবার সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের ভার্চুয়াল আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌসুলি ও মহানগর পিপি অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ব্যাংক কর্মকর্তা মোরশেদ চৌধুরীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় আরাফাত হোসেন নামে এক আসামি মিস কেইস মূলে জামিন আবেদন করেন। আদালত শুনানিশেষে জামিন নামঞ্জুর করেছেন।

জানা গেছে, গত ৪ মে দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার ভার্চুয়াল আদালত মো. আরাফাত হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৩ মে তৎকালীন মামলার তদন্ত কর্মকর্তা সিএমপি গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মো. মঈনুর রহমান ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। গত ২৭ এপ্রিল ব্যাংক কর্মকর্তা মোরশেদ চৌধুরীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় মো. আরাফাত হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। মামলার আরেক আসামি মো. পারভেজ ইকবালের যাবতীয় ব্যাংকিং কার্যক্রম মো. আরাফাত হোসেন দেখাশোনা করতেন। 

এদিকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা জানান, মামলাটি পুলিশ সদর দফতরের নির্দেশে শনিবার থেকে পিবিআইয়ে হস্তান্তর করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শক কামরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার নাহারভিলা থেকে বেসরকারি ব্যাংক কর্মকর্তা মোরশেদের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোরশেদের স্ত্রী ইশরাত জাহান চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় মোরশেদের দুই ফুফাতো ভাই জাবেদ ইকবাল চৌধুরী ও পারভেজ ইকবাল চৌধুরীসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য দুই আসামি হলেন- সৈয়দ সাকিব নাঈম উদ্দিন ও যুবলীগ নেতা শহীদুল হক চৌধুরী রাসেল। পরে মামলায় নাম আসায় আলোচনায় আসেন সংসদের হুইপ ও সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে শারুন চৌধুরীও।

মামলার পর ঢাকা ও চট্টগ্রামে দুই দফা সংবাদ সম্মেলন করেন প্রয়াতের স্ত্রী ও মামলার বাদি ইশরাত জাহান। সংবাদ সম্মেলনে আত্মহত্যার পেছনে শারুন চৌধুরীর ভূমিকা রয়েছে বলে অভিযোগ তোলেন ইশরাত জাহান। পাশাপাশি চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনার ও সাবেক এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধেও মোরশেদের কাছ থেকে চাপ প্রয়োগ করে টাকা আদায়ের অভিযোগ করেছিলেন ইশরাত। ক্রমাগত মানসিক চাপ দিয়ে ব্যাংক কর্মকর্তা আবদুল মোরশেদ চৌধুরীকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী ইশরাত জাহান চৌধুরী।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর