ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মিনুর নিহতের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সড়ক দুর্ঘটনায় নিহত মিনু বেগম। ফাইল ছবি।

আলোচিত সেই মিনু বেগমের ‘সড়ক দুর্ঘটনা’র রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে পুলিশ। সড়ক ‘দুর্ঘটনায়’ নিহত মিনুর পরিবার ও আইনজীবী এই মৃত্যু নিয়ে প্রশ্ন তোলার পর পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা আসে।

সিএমপি’র উত্তর জোনের উপ-কমিশনার মোখলেসুর রহমান বলেন, ‘মিনুর দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না তা বের করতে কাজ শুরু করেছে পুলিশ। বিষয়টা সিনিয়র অফিসারের মাধ্যমে তদারকি করা হচ্ছে।’

জানা যায়, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির বদলি কারাভোগ করা আলোচিত মিনু ২৮ জুন ‘সড়ক দুর্ঘটনায়’ নিহত হন। পরে বেওয়ারিশ লাশ হিসেবে আনজুমান-এ মুফিদুল ইসলামের তত্ত্বাবধানে তাকে দাফন করা হয়।

কিন্তু শনিবার রাতে জানা যায় অজ্ঞাতনামা লাশটি ছিল বিনা দোষে তিন বছর কারাভোগ করা মিনুর। এরপর নিহতের পরিবার ও আইনজীবী এই মৃত্যু নিয়ে প্রশ্ন তোলেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর