ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সচেতনতা বাড়াতে রেলওয়ে পুলিশের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রেলের যাত্রীর মধ্যে স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা বাড়াতে নানান উদ্যোগ নিয়েছে রেলওয়ে পুলিশ। করোনা প্রাদুর্ভাব নিয়ে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের পাশাপাশি দেয়া হচ্ছে করোনা সুরক্ষা সামগ্রী। রেল ও গণপরিবহণ চালু হওয়ার পর থেকে রেলওয়ে পুলিশ এ উদ্যোগ নেয়। 

রেলওয়ে পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘করোনা মহামারির মধ্যে রেলের যাত্রীর মধ্যে সচেতনতা বাড়াতে নানান উদ্যোগ নেয়া হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের প্রত্যেক স্টেশনে এ নিয়ে কাজ করছে রেলওয়ে পুলিশ। যাত্রীদের বিনামূল্যে দেয়া হচ্ছে মাস্ক এবং করোনা সুরক্ষা সামগ্রী। সচেতনতা বাড়াতে বিতরণ করা হচ্ছে লিফলেট।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর