ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা বহিষ্কার!
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দীর্ঘদিন ধরেই নানা অপতৎপরতা, শিষ্টাচার বহির্ভূত ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার দায়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) আব্দুল আলীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

বরখাস্তের বিষয়টিও নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর আব্দুল আলীম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই বিষয়ে একটা তদন্ত কমিটি করা হয়েছে। এই দায়িত্বে দেয়া হয়েছে বোর্ডের কলেজ পরিদর্শক মো. জাহেদুল হককে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলেছি। তদন্ত প্রতিবেদন আসার পর বিস্তারিত বলা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, গত ২৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের ইফতার ও দোয়া মাহফিলে বোর্ডের সচিব ও  চেয়ারম্যান (রুটিন দায়িত্ব), শাখা প্রধান, সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শিষ্টাচার বহির্ভূত ও চাকরির শৃঙ্খলা পরিপন্থী আচরণের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বোর্ডের সুনাম ও মর্যাদাহানি করা হয়েছে।

যা সরকারি কর্মচারী চাকরি বিধিমালা অনুযায়ী অসদাচরণের সামিল। এহেন অসদাচরণের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা মো. ওসমান গণি ও স্টেনোগ্রাফার মো. নাসির উদ্দিনকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হল।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর