ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সিডিএ কর্ণফুলী আবাসিক এলাকায় ওয়াসার পানি সরবরাহের দাবি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মেগা আবাসন প্রকল্প কর্ণফুলী হাউজিং সোসাইটির ৫১৯টি প্লটে অবিলম্বে সুপেয় পানি সরবরাহের দাবি জানিয়েছে প্লট মালিক সমিতি। রবিবার সকালে সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. জিয়া হাবীব আহ্‌সানের চেম্বারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্লট মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. মোজাম্মেল হক। 

সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াছিনের (প্রাক্তন চেয়ারম্যান) সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এড. জিয়া হাবীব আহ্‌সান, এড. সেলিম উদ্দিন, গোলাম ওয়ারেছ, এড. কফিলউদ্দিন চৌধুরী, এড. আমজাদ হোসেন, সাইফুল হুদা চৌধুরী, এড.  মোহাম্মদ ফয়েজুল্লাহ, এড. মোক্তার আহমদ, ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, হারুনুর রশিদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন, আবদুল হামিদ, ডা. মোস্তফা সৈয়দ, ডা. মো. সফিউল আলম চৌধুরী, ডা. সাইফুদ্দীন, শহিদ উদ্দিন আহমেদ, এএম কামাল উদ্দিন চৌধুরী, মারুফা চৌধুরী প্রমুখ। সভায় মৃত্যুবরণকারী প্লট মালিক এড. সিরাজুল ইসলাম চৌধুরী ও আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনা করা হয়।

সভায় বক্তারা বলেন, আবাসন প্রকল্পে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি প্রকল্প থেকে সরবরাহকৃত সুপেয় পানির সংযোগ প্রদান করতে হবে। দীর্ঘ দুই যুগেরও আগে ১৯৯২-৯৩ অর্থ বছরে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সিটিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পটি গ্রহণ করে। চট্টগ্রাম মহানগরের ওপর জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ ও তীব্র অবসান সংকট নিরসনের ৫১৯টি প্লট সম্বলিত প্রকল্পটি গ্রহণ করা হলেও কর্তৃপক্ষের অবহেলায় তা বিরান ভূমিতে পরিণত হয়। প্রকল্পের প্রজেক্ট প্রোফাইলে উক্ত হাউজিং প্রকল্পে বিদ্যু, পানি, গ্যাস, রাস্তাঘাট, খেলার মাঠ, মসজিদ, মার্কেট, কবরস্থানসহ নানা নাগরিক সুবিধার কথা উল্লেখ আছে। যার অগ্রিম মূল্যও তৎকালীন সময়ে গ্রাহকদের নিকট থেকে আদায় করা হয়। 

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে, অদ্যাবধি সেখানে সুপেয় পানির ব্যবস্থা করতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়। ফলে সেখানে কোনো আবাসন গড়ে উঠেনি। ওয়াসার ভাণ্ডাল জুড়ি প্রকল্পের সুপেয় পানি সরবরাহে সিডিএ ও ওয়াসার যৌথ উদ্যোগই পারে প্রকল্পটিকে সফলতার মুখ দেখাতে। এ ব্যাপারে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর