ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামে রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে আটক ৩০
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকার একটি রেস্টুরেন্ট থেকে জামায়াত-শিবির সন্দেহে ৩০ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে ওই রেস্টুরেন্টে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, একটি রেস্টুরেন্ট থেকে ৩০ জনকে আটক করা হয়েছে। তারা কোনো সংগঠনের সদস্য কিনা, সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, আটককৃতরা জামায়াত-শিবিরের নেতাকর্মী। আটকদের মধ্যে জামায়াতের অর্থ যোগানদাতা টেরীবাজারের মনসুর রয়েছেন। গত ১৬ মে জামায়াতের গোপন মিটিংকালে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনে বের হয়ে পুনরায় জামায়াতের সাংগঠনিক কাজ করছে। এছাড়াও আটকদের মধ্যে জামায়াতের জাহাঙ্গীরও রয়েছেন।

বিডি প্রতিদিন/এমআই   



এই পাতার আরো খবর