ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কাচ্চি ডাইনে পচা আলু, বেগুনে পোকা! জরিমানা আড়াই লাখ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার কাচ্চি ডাইনকে কেমিক্যাল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও কাচ্চিতে পচা আলু ব্যবহারসহ নানা অপরাধে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

সোমবার এ অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নাসরিন আক্তার ও রানা দেবনাথ।

অধিদফতরের চট্টগ্রাম কার্যালয়ের পক্ষে অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী পরিচালক নাসরিন আক্তার।

তিনি বলেন, ‘কাচ্চির জন্য চট্টগ্রামে জনপ্রিয় হচ্ছে ‘কাচ্চি ডাইন’। কিন্তু তারা সাধারণ ভোক্তার বিশ্বাসকে পুঁজি করে যাচ্ছেতাইভাবে খাবার তৈরি করছে। অভিযানে দেখা গেছে, পোকা খাওয়া বেগুন কেটে রাখা হয়েছে বেগুনি তৈরির জন্য। ফ্রিজে কাচ্চিতে দেওয়ার ফ্রাই আলু পাওয়া গেছে, যেগুলো খাওয়ার অনুপযোগী। পচা আলু দেওয়া হচ্ছে কাচ্চিতে। খাবারে রং মেশানো হচ্ছে। তাই প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

এছাড়া একই অভিযানে চকবাজার জামান হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বালি আর্কেড শপিংমলের ব্যান্ড এভিনিউকে অনুমোদনহীন কসমেটিক বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ



এই পাতার আরো খবর