ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সাতকানিয়ায় টপসয়েল কাটার দায়ে দুইজনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার দায়ে দুইজনকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার আফজলনগরের সোনাকানিয়া এলাকায় এক অভিযানে এই দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- খোরশেদ আলম (২৯) ও মো. আবুল হোসেন (৪০)।

আরাফাত সিদ্দিকী জানান, সোনাকানিয়া বোর্ড অফিসের পূর্ব পাশে কৃষি জমি থেকে মাটি (টপসয়েল) কাটার সময় স্থানীয় বাসিন্দা খোরশেদ ও হোসেনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অভিযানের সময় আরো কয়েকজন পালিয়ে যায়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর