ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

'শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতন হওয়ার বিকল্প নেই'
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

শব্দ দূষণ নিয়ন্ত্রণে সব শ্রেণি পেশার মানুষকে সতর্ক ও সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। কারণ শব্দ দূষণ নীরবেই মানুষের ক্ষতি করে থাকে। তদুপরি শিশু বৃদ্ধরা বেশি শব্দ দূষণের শিকার হয়ে থাকে।  

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম গবেষণাগারের উদ্যোগে আয়োজিত ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ সভায় সরকারি অফিসের কর্মচারীদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণে বক্তারা এসব কথা বলেন।

পরিবেশ অধিদপ্তরের হালদা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. মো. তৌহিদুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম গবেষণাগারের পরিচালক নাসিম ফারহানা শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম বিভাগীয়  কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি অফিস, পুলিশ সুপারের কার্যালয়, বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়সহ সরকারি বিভিন্ন অফিসের কর্মচারীদের প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।     বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর