ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সীতাকুণ্ডে ট্রেন লাইনচ্যুত, চার ঘণ্টা পর চালু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার সিরাজ ভূইয়ার রাস্তার মাথা এলাকায় যাত্রীবাহী ট্রেন চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত হয়। আজ বুধবার সকাল ৭টার দিকে ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। 

এসময় ঢাকামুখি রেল চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।    

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে। এটি সীতাকুণ্ড উপজেলার শুকলাল হাট প্রগতি ইন্ডাস্ট্রিজ এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়।  এরপর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় ট্রেনটি থেমে যায়। পরে বেলা ১০টা ৪০ মিনিটের দিকে রেল কর্তৃপক্ষ লাইনচ্যুত বগিটি উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসে এবং লাইনচ্যুত বগি ছাড়া ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে চলে যায়।  

রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ এসআই আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।  

সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার করা হয়। পরে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।     

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর