ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু হয়েছে : ডা. শাহাদাত
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা জিয়াউর রহমান শুরু করেছিলেন সেটি বিনষ্ট করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী অপশাসন চালু করা হয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব সুরক্ষা ও গণতন্ত্রের পুনর্জীবন ঘটাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তির এ মুহূর্তে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। 

শুক্রবার জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নগর বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন ডা. শাহাদাত হোসেন।

নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহিদুল করিম কচি।

এদিকে, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোস্তবিল্ডিং দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এডভোকেট ফোরকান, মোস্তাফিজুর রহমান, খোরশেদ আলম, মেজবাহ উদ্দীন জাহেদ, হাজী রফিক, মঈনুল আলম ছোটন। এছাড়াও জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন ও সদস্য সচিব কামরুদ্দীন সবুজের নেতৃত্বে র‌্যালি করেছে ছাত্রদল।

বিডি-প্রতিদিন/বাজিত



এই পাতার আরো খবর