ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভাসানচনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ সোহেল নামে সাড়ে ৫ বছর বয়সী আরও  এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পিআইসিউতে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ চমেক হাসপাতালে চার শিশু মারা গেছে।

জানা যায়, গত শনিবার সন্ধ্যায় ভাসানচরে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন। এছাড়া গত সোমবার ভোরে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরও দুই শিশু মারা যায়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন,  সোহেল নামে আরও এক শিশু পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার শরীরের ৫২ শতাংশ দগ্ধের সঙ্গে শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর