ঢাকা, শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

বাকিতে সিগারেট বিক্রিকে কেন্দ্র করে খুন, দোকানি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর চাক্তাই এলাকায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি দোকানদার আতিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বোয়ালখালী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি পটিয়া উপজেলার কোলগাঁও এলাকার এমদাদ হোসেনের ছেলে।

বাকলিয়া থানার ওসি আফতাব হোসেন বলেন, হত্যার পর আসামি আত্মগোপন করেছিল। পটিয়া ও বোয়ালখালী থানা এলাকা অভিযান চালিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়। সে হত্যাকাণ্ডের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ এপ্রিল রাতে পান দোকানি আতিক হাসানের কাছে বাকিতে সিগারেট কিনতে যায় হোটেল বয় হুমায়ূন কবির। দোকানদার বাকিতে বিক্রয় করবে না জানালে দুইজনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হুমায়ূন কবির পান দোকানদারকে অশ্রাব্য ভাষায় গালাগাল করে। রাতে হুমায়ুন ফিরে আসলে দোকানদার আতিক হাসান দোকানে থাকা ছুরি দিয়ে তাকে বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মারা যান হুমায়ুন। এই ঘটনায় হুমায়ুনের বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর