ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রামে ২৫ রুটে বাস চলেনি ১১ ঘণ্টা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চার পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করেছে উত্তর চট্টগ্রামের পরিবহন শ্রমিকরা। অনির্দিষ্টকালের ধর্মঘটে ১১ ঘণ্টা বাস চলাচল বন্ধ ছিল উত্তর চট্টগ্রামের ২৫ রুটে। বিকালে মামলা প্রত্যাহার ও চার শ্রমিকের জামিনের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার ধর্মঘট চলাকালে বন্ধ ছিল চট্টগ্রামের সাথে রাঙামাটি, খাগড়াছড়িসহ ২৫ রুটের সড়ক যোগাযোগ।

চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান বলেন, চুয়েটে বাস ভাঙচুরের প্রতিবাদে ধর্মঘট চলাকালে অক্সিজেন মোড়ে বিআরটিসির বাস ভাঙচুর করে শ্রমিকদের একাংশ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে চার পরিবহন শ্রমিককে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি বিআরটিসি ও পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। যার কারণে ২৫ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাস শ্রমিক ফেডারেশন। ইতিমধ্যে শ্রমিকরা জামিনে মুক্তি পেয়েছে এবং বিআরটিসি যে মামলা করেছে তা প্রত্যাহার করার আশ্বাস দিয়েছে। যার কারণে শ্রমিকরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে।

জানা যায়, উত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের কারণে নগরীর অক্সিজেন মোড় থেকে রাঙামাটি, খাগড়াছড়ি, মানিকছড়ি, পানছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, মহালছড়িসহ ২৫ রুটে গাড়ি চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তি পড়ে এ অঞ্চলের মানুষ। তীব্র গরমে যাত্রীরা দোকান ও আশেপাশের ভবনে আশ্রয় নিয়েছেন। অটোরিকশা করে এই গরমের পাহাড়ি পথে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। যার কারণে ধর্মঘট প্রত্যাহার না হওয়া পর্যন্ত অনেকে অপেক্ষা করেছেন।

এর আগে চার দফা দাবিতে গণপরিবহনের মালিক ও শ্রমিকেরা চট্টগ্রামসহ পাঁচ জেলায় পরিবহন ধর্মঘট পালন করে। জেলা প্রশাসকের আশ্বাসে তারা ধর্মঘট স্থগিত করলেও চার গণপরিবহন মালিক ও শ্রমিকের বিরুদ্ধে দেওয়া মামলা প্রত্যাহার ও গ্রেফতার মালিক-শ্রমিকের মুক্তির দাবিতে উত্তর চট্টগ্রামের সকল রুটের বাস বন্ধ রেখে ধর্মঘট পালন করেছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 



এই পাতার আরো খবর