ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ফটিকছড়িতে প্রার্থীর পক্ষে খাবার বিতরণের দায়ে কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা শ্রমিকদের খাবার বিতরণের অভিযোগে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার (২০ মে) বেলা ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় এই সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

তিনি জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মাঝে ৩’শ পিস কলা ও ৩’শ পিচ বনরুটি বিতরণ করেছেন প্রদীপ কুমার নাথ নামের স্থানীয় এক ব্যাক্তি। এই অপরাধে নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় কলা ও রুটিগুলো জব্দ করে উপজেলার একটি মাদ্রাসার এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর