ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চট্টগ্রাম নগরীর ফুটপাট উচ্ছেদের দাবি ছাত্রলীগের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা দোকান উচ্ছেদ করার দাবি জানিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ। 

শুক্রবার (৩১ মে) এসব স্থাপনা উচ্ছেদ করতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে স্মারকলিপি দিয়েছে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। মেয়র দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দেন ছাত্রলীগ নেতাদের।

এসময় চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির ইসলাম, জাহিদ হাসান সাইমুন, মুনির উদ্দিন, আব্দুল্লাহ আল সাইমুন, মহিউদ্দিন বাপ্পি, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, ইয়াসির আরাফাত, গিয়াস উদ্দিন সাজিদ, আব্দুল মালেক রুমি, মোস্তফা আমান, ইয়াছির আরফাত রিকু, তারেক রহমান, শাহজাদা শাহরিয়ার সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে নগরীর চকবাজার এলাকার এসব অবৈধ দোকান ঘিরে চলছে রমরমা চাঁদাবাজি। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশলে চাঁদাবাজি স্থানীয় কিশোরগ্যাংয়ের সদস্যরা। পাশাপাশি ভাসমান এসব দোকান থেকে চাঁদা তোলা হয় পুলিশের নামেও।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর