ঢাকা, শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোয়ালখালীতে তুচ্ছ ঘটনায় মারামারি, স্কুলছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সরোয়ারতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মো. আরিফ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আরিফ সারোয়ারতলী ইউনিয়নের বাসিন্দা। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্র। এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

আরিফের বাবা মো. জাকির হোসেনের অভিযোগ, রবিবার বিকেলে স্কুল ছুটির পর বাড়ি এসে নাস্তা খেয়ে বাড়ির পাশে খেলতে গিয়েছিলো আরিফ। খেলার সময় প্রতিবেশী সাকিবুল ইসলামের সাথে তার ঝগড়া হয়। ঝগড়ার পর সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে বেদম পিটিয়ে রাস্তার ধারে ফেলে রাখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে চিকিৎসকরা আরিফকে মৃত ঘোষনা করেন।

বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন জানান, এই ঘটনায় অভিযুক্ত সাকিবুলকে গ্রেফতার করা হয়েছে। সেও ওই এলাকার স্থানীয় বাসিন্দা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর